অনেক দিন হয় প্রাণ খুলে হাসি না, সারাক্ষণ এক চাপা অস্থিরতার ভেতরে থাকি , সকালে ঘুম থেকে উঠার পর থেকেই সে অস্থিরতা শুরু হয় ৷ এক অজানা আতঙ্ক আর ভয় কাজ করে সারাটা সময় জুড়ে ৷ কিছু টাকা পয়সা দরকার , আহা রে একটা লটারি যদি জিততে পারতাম, দেশের জন্য মনটা বড় কাদে ৷ অনেক টাকা পয়সা থাকলে দেশে গিয়ে কয়েকদিন থেকে আসতাম পারতাম যদি ৷ জীবন একটা ঘড়ি..টিক টিক করে চলতেই আছে, বিশ্রাম নেই আর ৷ সকালে ঘুম থেকে উঠার পর চা নাস্তা,তারপর সেভ করে কিছুক্ষণ বউ বাচ্চার সাথে সময় আর তারপর কাজে গিয়ে ৮/৯ ঘন্টা দাড়িয়ে থাকা ৷ আবার বাসা,কিছুক্ষণ বউ বাচ্চার সাথে সময় তারপর ঘুমিয়ে যাওয়া ৷ ছুটির দিন বাজার আর দরকারী কাজ করা, আর একা একা হতাশা নিয়ে চিন্তা করা ..এভাবেই চলছে জীবন ঘড়ি ৷
No comments:
Post a Comment