Thursday, June 4, 2015

থারক হসপিটালে

প্রচন্ড মন খারাপ অজানা আতঙ্কের এক মানসিক অশান্তি আর, বুক ধরফর করা এক কঠিন রোগ নিয়ে থারক হসপিটালে গাড়ির ভিতরে বসে আছি একা,নিসঙ্গ ৷ ৯ টার দিকে বের হব লেচওয়ার্থ,অফিস এর উদ্দেশে ৷ জানিনা কবে মুক্তি পাব এই কাজ থেকে আর পাব নতুন একটি কাজ ৷ এই কাজ আমার জীবনকে দুর্বিসহ করে তুলছে ৷ আল্লাহ সাহায্য করুন আমাকে যেন একটি মনের মত কাজ খুব দ্রুত পাই ৷ মানসিক শান্তি টাকার চাইতে অনেক বেশি প্রয়োজনীয় ৷ 
আশায় রইলাম একদিন ইন শা আল্লাহ এই লেখাটি কোনো একদিন আবার যখন পড়ব তখন যেন এই ভয়াবহ সমস্স্যাটি আর না থাকে আর এই লেখাটি পরে তখন যেন এক অনাবিল শান্তি পাই ৷ আল্লাহ ভরসা ৷

কবিতা ও জীবন

আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে-হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা 
অন্য সবাই এসে বহন করুকঃ আমি প্রয়োজন বোধ করি নাঃ 
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে 
নক্ষত্রের নিচে।

(জীবনানন্দ দাশ)