আজকাল
প্রায়ই এই পৃথিবীটাকে বড় অসহ্য লাগে
ইছহে
করে আছড়ে ফেলে পা দিয়ে পিষে ফেলি,
বিরক্ত,ক্লান্ত
আর সবকিছু অসহ্য লাগে।
মানে
খুজে পাই না কিছুর,
সব
যেন এক কাল সপ্নের মত;
যে
সপ্নের কোন শেষ নেই।
ইছহে
করে শেষ করে দেই সব। কেছহা খালাস।
অসম্ভব কষ্টের এই
পৃথিবীতে মানুষ হয়ে বেচে থাকা আসলেই বড় কষ্টের।
রাস্তার
পাশের ময়লা কাপড়ের অভুক্ত মানুষ আর
তারই
পাশে আকাশচুম্বী দালানের ভেতর
সুখের
সব উপকরনের ভেতরে বসবাস করা মানুষের
মধ্যে
কোন পার্থক্য নেই আজ।
চাওয়ার
শেষ নেই মানুষ নামের জড় বস্তু গুলোর আজ।
ধনী
আর গরীব শব্দগুলো বড় অশ্লীল শোণায়
অশ্লীল
কোন ক্যাবের সস্তা শিরোনামের মতো।
সৃষ্টির
কাছে তার স্রষ্টা পরাজিত
কাগজের
নোটের কাছে মানুষ নামের প্রানের কোন দাম নেই
অভাগার
দল এতো বোকা?
তারই
সৃষ্টি
আজ তার প্রভু?
যার
চাওয়ার শেষ নাই সেতো সবসমই গরীব;
তাহলে
কেন মিছে এই শব্দ দুটোর অশ্লীল প্রয়োগ?
আকাশ
ভরা তারাদের দিকে তাকালে হাসি আসে
যে
আকাশের কোন শেষ নেই
সেই
অসীম আকাশের দিকে তাকিয়ে কাব্য লিখে কি লাভ তাহলে?
যার
শেষ নাই তারতো শুরুই হতে পারে না,পারে কি?
No comments:
Post a Comment