“The man who writes about himself and his own time is the only man who writes about all people and about all time.” - George Bernard Shaw
Sunday, April 12, 2015
এখন
এখন প্রাণ খুলে হাসতে অথবা খুশি হতে এই মন ভয় পায় ৷ দেখা যায় কোনো কারণে খুব খুশি হলে কয়েকদিন পরই নেমে আসে দিগুন কোনো দুশ্চিন্তার কারণ ৷ পসিটিভ চিন্তা করার ক্ষমতা যেন আস্তে আস্তে কমে আসছে ৷ সারাক্ষণ এক হতাশা আর দুশ্চিন্তা যেন ভর করে রেখেছে ৷ আসলে আমার কাজটা আমাকে শান্তি দিচ্ছে না, এই কাজে মন বসাতে পারছি না আর তাই শান্তি পাচ্ছি না ৷ দেখা যাক কি হয়, জীবন তো আর অসীম নয়, যতদিন বেচে থাকা যায় মনকে ভালো রেখেই চলতে হবে ৷ আল্লাহ ভরসা ৷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment