আমার দেশের (বাংলাদেশের) রাজনীতিবিদদের জন্য বড় করুনা হয়। যতই তুখোড় আর যোগ্য রাজনীতিবিদ
হোক না কেন তাদের মধ্যে কেওই কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না,পারবে
না দেশকে শাসন করতে তার যোগ্যতা দিয়ে। দেশের দুই প্রধান দলের দুই রাজপুত্র/রাজকন্যা
অথবা তাদেরই কোন এক বংশধর হবে এই দেশের শাসক। হতভাগ্য এক বোকা জাতি আমরা; নিজেরাই খুঁড়ছি
নিজের কবর। কেউ কি নেই যে আমাদের উদ্ধার করবে
এই ভয়ানক পরিনতি থেকে?
No comments:
Post a Comment