Sunday, September 15, 2013

সকালবেলা

আমার অলস পদ্যের মাযে বসবাস শুধু 
আকাশ,ভালবাসা,কিছু অস্থিরতা আর শান্তিকে ঘিরে;
ভালবাসা হয়ত সমান্তরাল রেখার মতো
ঘৃনা? তাওতো সমান্তরাল.
ত্রিভুজ-সমকৌনিক যেন জীবন.
কোনদিন হয়ত ছুটি হবে সবকিছুরই
তবুও স্থির বক্ররেখার মতো
বর্তমান রয়ে যাবে সবকিছুই. 

সকালবেলা 
০২/০৭/২০০১ 

No comments:

Post a Comment