Wednesday, July 4, 2012

‘’ধিক্কার’’



           ‘’ধিক্কার’’


অভাগা জাতির পতাকা আজ
খামছে ধরেছে নিজেরই জারজ সন্তানেরা,
পুরনো শকুনের দল আজ খুশীতে আত্মহারা।

দরবেশের মুখোশ পরা শয়তানের উপসাকেরা
গড়েছে তাদের লালসালু বাংলার কানায় কানায়;
মজীদ আজ একা নয়,
আবুল হুসেন,কোকো,সুরঞ্জীত,মামুন,সালমান
কত কি নামে আজ তার সদম্ভ পরিচয়।

রক্তচোষা ভাম্পায়ারের দল
অভাগা জাতির রক্ত নিয়ে মেতেছে রক্তের হোলি খেলায়।
অস্ফুট কান্না আজ তাদের আরো শক্তিশালী করে দেয়।

শেখ মুজিব অথবা জিয়াউর রহমান
তোমরা ব্যার্থ আজ
শেখাতে পারনি এই অভাগা জাতি কে
তারা গরীব কিন্তু বোকা নয়।



No comments:

Post a Comment