Monday, July 31, 2017

শৈশব

আমি আব্বা আম্মা আর মৌরীন আমরা রোজার দিনে এক সাথে বসে ইফতার করতাম ৷ ইফতারির সময় ডালের বড়া নিয়ে আমি আর মৌরীন কত ঝগড়া আর লুকোচুরি করতাম ৷ খোদাতালার কাছে সীমাহীন শুকরিয়া আমাদের এক আনন্দময় শৈশব দান করার জন্য ৷

Saturday, July 8, 2017

লাইফ

হায়রে লাইফ ৷ কোনো বিশ্রাম নাই,ছুটেই চলেছে ৷